নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার রাতে তাদের মোহনগঞ্জ পৌরশহরের নওহাল বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়।
বিজ্ঞাপন
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত আব্দুল কদ্দুছের ছেলে মো. নজরুল মিয়া (৪৪) ও পশ্চিম টেংগাপাড়া এলাকার আব্দুল কদ্দুছের ছেলে মো. বাঁধন মিয়া (২৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় ইয়ারা সেবনরত অবস্থায় ওই দুইজনকে আটক করা হয়।
পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের ৫০ টাকা করে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, কারাদণ্ড দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে

