শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনী

মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনী হয়েছে।
 
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রদর্শনী হয়।

আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।


বিজ্ঞাপন


বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী, শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, আইনজীবি সহ অনান্যরা।

বক্তরা বলেন, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ হলো বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি ডকুমেন্টারি, যা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাঁর স্মরণে তৈরি হয়েছে। এই ডকুমেন্টারিতে আবরার ফাহাদের দেশপ্রেম ও তাঁর ওপর হওয়া অবিচারের কথা তুলে ধরা হয়েছে, যেখানে তাঁর ভাই উল্লেখ করেছেন যে তাঁকে না মেরে ফেললে হয়তো এত কষ্টের মধ্য দিয়ে যেতে হতো না। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর