টানা বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বর্তমানে সেখানকার তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ২৪ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস ঘরে নেমে গেছে।
বিজ্ঞাপন
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের আবহাওয়া পর্যেবক্ষক সামিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় আবহাওয়া অফিস জানিয়েছে, বিগত কয়েকদিনে এই অঞ্চলে প্রায় টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে তাপমাত্রা আগের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে এই অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, তবে এ বছর কিছুটা আগেই ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। যার ফলে তাপমাত্রা কমতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা নুরে আলম সিদ্দিকী জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সকালের দিকে হালকা কুয়াশার মত অনুভূত হচ্ছে। অনেকে গরম কাপড় বের করে পরতে শুরু করেছেন।
বিজ্ঞাপন
তেঁতুলিয়ার বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, আগে রাতেও ফ্যান ছাড়া ঘুমানো যেত না। আর এখন তো কম্বল গায়ে দিতে হচ্ছে। আমরা ভেবেছিলাম, শীত আসতে দেরি হবে, কিন্তু এখনই যেন একটু একটু করে এসে গেছে।
আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়াকে এখনও শীতের শুরু বলা যাচ্ছে না, তবে জলবায়ুর পরিবর্তন এবং আবহাওয়ার আচরণ বিশ্লেষণ করলে বোঝা যায়, চলতি বছর শীত কিছুটা আগে থেকেই অনুভূত হতে পারে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের আবহাওয়া পর্যেবক্ষক সামিউজ্জামান জানান, আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত তিন দিন ধরে ঘন মেঘলা আকাশ, টানা বৃষ্টিপাত এবং উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা কমে গেছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে শীতের প্রাথমিক অনুভূতি শুরু হয়েছে।
প্রতিনিধি/টিবি

