বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই লুৎফর খান।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

নিহতের ছেলে মিঠু খান জানান, ঘটনার সময় ছোট জামুয়া গ্রামের এক চায়ের দোকানের সামনে বসে আমার বাবা কালাম খান ও বড় চাচা লুৎফর খান চা খাচ্ছিলেন। এ সময় সোহেল খানের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় লুৎফর খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের প্রতিবেশী মামুন খান জানান, তারা একই বংশের। সোহেল খান ও কালাম খানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেল খান ও তার সহযোগীরা হামলা চালায়। এতে কালাম খান নিহত এবং তার বড় ভাই লুৎফর খান গুরুতর আহত হন।


বিজ্ঞাপন


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর