ইলিশের প্রজনন ও চলাচলের রাস্তাগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং জাটকা শিকার ও কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণে চলতি মৌসুমে ইলিশের উৎপাদন আশানুরূপ হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘জাটকা ধরতে গিয়ে ইলিশের প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি নদ-নদীর স্বাভাবিক গতিপথ ও ইলিশের চলাচলের রাস্তাগুলো ভরাট হয়ে যাওয়ায় ইলিশ সহজে উজানে যেতে পারছে না। এ কারণে ইলিশের উৎপাদন কমেছে।’
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার আরও জানান, প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা সফল করতে এবার মাঠে থাকবে পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনী। ড্রোনের মাধ্যমে মনিটরিংও চালানো হবে।
তিনি বলেন, ‘গত বছর আমাদের নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর আরও বেশি সফলতা আশা করছি।’
উপদেষ্টা অভিযোগ করে বলেন, ‘কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহারের কারণেই ইলিশ ধ্বংস হচ্ছে। এই জালগুলো নদী ও সাগরে ইলিশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তাই এবার আমরা আরও বেশি সতর্ক থাকবো।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইস দূতাবাসের ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রতিনিধি/একেবি

