সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাপাসিয়া বাজারে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

কাপাসিয়া বাজারে আগুনে ৫ দোকান পুড়ে ছাই
কাপাসিয়া বাজারে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জামালপুরে আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। 

আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত

এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকানসহ পাঁচটি দোকান। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর