শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা বারবার ধ্বংস হয়েছে: আজিজুল বারী

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা বারবার ধ্বংস হয়েছে: আজিজুল বারী

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা ইতিহাসে বারবার ধ্বংস হয়েছে। এ দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে হৃদয় থেকে ঘৃণা করে। আজকের বাংলাদেশে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেখানে একটি নতুন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। সব ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। সবার নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করার পূর্ণ অধিকার রয়েছে এটি গণতন্ত্র বা সংবিধানের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক নয়। একটি জাতি হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমাদের সহনশীল হতে হবে। যেমন ধর্ম ভিন্ন হতে পারে, তেমন রাজনৈতিক মতাদর্শও ভিন্ন হবে। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সমাজে যখন কোনো মহামানব জন্মগ্রহণ করেন, তখন তিনি সব মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। বিশ্বশান্তির জন্য তিনি আবির্ভূত হন এবং তাঁর কল্যাণকর কর্মসমূহ সমগ্র মানবজাতির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের সংবিধান যদি মেনে চলি, তবে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। সংবিধানে অসাম্প্রদায়িক চেতনার কথা স্পষ্টভাবে বলা আছে। সুতরাং, অসাম্প্রদায়িকতা কেবল কথায় নয়, কাজে পরিণত করতে পারলে দেশ থেকে হানাহানি দূর হবে। তিনি বলেন, “সংখ্যালঘু” শব্দটি আমি মানি না। এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই—আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আছাফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র ও রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আব্দুল মালেক প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর