ঠাকুরগাঁওয়ে মাদক ও দেহব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও এসব রোধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে কালিতলা ব্রিজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
![]()
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাট আইয়ুব আলী ও তার স্ত্রী আজিমা আক্তার সাথীর মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ও দেহব্যবসা পরিচালিত হচ্ছে। এর ফলে একদিকে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, অন্যদিকে অনৈতিক কর্মকাণ্ডে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, এদের দৌরাত্ম্যের কারণে এলাকার নারীরা বিশেষ করে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। ভয়-ভীতি ও অপকর্মের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ অবস্থার দ্রুত অবসান ঘটাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিজ্ঞাপন
![]()
মানববন্ধনে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরীও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমাজ আজ ভয়াবহ হুমকির মুখে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ অপকর্ম রোধ করা সম্ভব।
![]()
এসময় এলাকাবাসী দৃঢ় কণ্ঠে জানান— মাদক ও দেহব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। তাই প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
প্রতিনিধি/এসএস

