রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশু তায়েবা হত্যার ঘটনায় চাচি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

শিশু তায়েবা হত্যার ঘটনায় চাচি গ্রেফতার
বায়ে নিহত তায়েবা, ডানে অভিযুক্ত গ্রেফতার চাচি।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী শিশু তায়েবার লাশ শুক্রবার দুপুরে প্রতিবেশীর সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদের পর শিশুর বড় চাচি আয়েশা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মৃত শিশুটি এলাকার দারুন নাজার মাদরাসার নার্সারিতে পড়াশোনা করত এবং তার নিখোঁজ হওয়ার খবরটি এলাকায় গভীর শোক সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


শিশুর বাবা টিটু সরদার শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাতনামা আসামি করে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদে শিশুর চাচি আয়েশা আক্তারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

kill

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, আয়েশার স্বীকারোক্তির বিস্তারিত তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে খুব শিগগিরই বিষয়টি সম্পর্কে জানানো হবে।

আরও পড়ুন

নিখোঁজের দু’দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকাল এগারোটার দিকে স্থানীয়রা থানায় অবস্থান নেন এবং হত্যাকারীর দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি তায়েবার স্কুলের শিক্ষার্থীরা সখিপুর বাজার সড়কে মানববন্ধন করে শিশুর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানান।

manob

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, এ ধরনের ঘটনায় পুলিশ দিন-রাত কাজ করে থাকে। স্থানীয়রা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তদন্তে সহযোগিতা করে, সেটাই আমাদের অনুরোধ।

এলাকাবাসী জানাচ্ছেন, তায়েবার হত্যার ঘটনা শুধুমাত্র পরিবারের জন্য নয়, পুরো কমিউনিটির জন্য গভীর ধাক্কা। তারা আশা করছেন, আইনি ব্যবস্থা দ্রুত গ্রহণ করে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর