রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই দিন ধরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা’র অপার্থিব দৃশ্য

এম মোবারক হোসেন, পঞ্চগড়
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

khanchn jonga
কাঞ্চনজঙ্ঘা জাগে তেঁতুলিয়ায়, সকাল যেন রূপকথা। ছবি: ঢাকা মেইল

টানা দুই দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ একেবারে পরিষ্কার থাকায় সীমান্তঘেঁষা এই ছোট্ট উপত্যকা থেকে হঠাৎ করেই দৃশ্যমান হয়ে উঠেছে বরফে মোড়ানো এই রাজশৃঙ্গ। ফলে দেশি-বিদেশি হাজারো পর্যটকের ভিড়ে সরগরম হয়ে উঠেছে শান্তশিষ্ট তেঁতুলিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই আংশিক দেখা মিললেও, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে মেঘমুক্ত আকাশে পুরোপুরি চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ। এরপর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) জুড়ে ছড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে সব ছবি।


বিজ্ঞাপন


প্রতিবছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও এবারের মতো এত স্পষ্টভাবে দেখা যাওয়ার ঘটনা বেশ বিরল বলে মনে করছেন স্থানীয়রা। এর সঙ্গে কাশফুলে মোড়ানো তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যেন রূপকথার কোনো গল্পের অংশ হয়ে উঠেছে।

ঢাকা থেকে আসা পর্যটক আবু নাইম বলেন, সকালে হঠাৎ করেই আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা এত স্পষ্টভাবে দেখা যাবে, ভাবতেই পারিনি। এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

দিনাজপুর থেকে আসা রওনক জাহান বলেন, ডাকবাংলো পিকনিক কর্নার থেকে হঠাৎ চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। মোবাইলে ছবিও তুলে রেখেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

বগুড়া থেকে আগত ভ্রমণপ্রেমী সজল শেখ জানান, আমি প্রতিবছরই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসি। এবার সঙ্গে এনেছি আমার ছোট মেয়ে ও ভাইকে। অভিজ্ঞতাটা এক কথায় অসাধারণ।


বিজ্ঞাপন


পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের উপপরিদর্শক (এসআই) মো. রাব্বুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় পর্যটকের ভিড় বেড়েছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। পর্যটকদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

d-mail-kanchan-4

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, গত দুই দিন ধরে কাঞ্চনজঙ্ঘা তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। যেহেতু এখন কাঞ্চনজঙ্ঘা দেখার মৌসুম, তাই পর্যটকদের জন্য আবাসনসহ সব বিষয়েই আমরা নজর রাখছি যাতে কেউ কোনো হয়রানির শিকার না হন। আবাসিক হোটেল ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গেও আমরা কথা বলেছি, যাতে তারা পর্যটকদের ব্যাপারে যত্নবান হন। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন সমন্বয়ে আমরা তৎপর রয়েছি। কেউ সমস্যায় পড়লে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর