রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে স্কুলে হামলা: শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে স্কুলে হামলা: শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫

লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সুমন নামের এক বখাটের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযুক্ত সুমন স্থানীয় গনি মিয়া মেস্তরী বাড়ির ফয়েজ আহম্মেদের ছেলে।

আহত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সুমন হঠাৎ বিদ্যালয়ের ওয়াশরুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে লাইব্রেরিতে গিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে সুমন শিক্ষক সেতারা ফারভিন এবং শিক্ষার্থী রেদোয়ান হাসান রুপম, মো. ইয়াছিন, অনুশ্রী রানী দাস, আনাফ শারিয়ারসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আহত করে।

খবর পেয়ে স্থানীয় যুবদল নেতা রুবেলসহ কয়েকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, “সকালে হঠাৎ এক যুবক এসে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আমরা বাধা দিতে গেলে সে হাতে থাকা লাঠি দিয়ে আমাদের ওপরও হামলা করে এবং বিদ্যালয়ের জানালার কাঁচ ভেঙে ফেলে। এতে তিনজন শিক্ষক আহত হয়েছেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, “হামলাকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে, দ্রুত বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের দাবি তুলেছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর