রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঢাকা মেইল ডেস্ক, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহে আলোচিত জনি হত্যা মামলায় আসামি অপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় সিনিয়র জেলা ও দায়রাজজ মো. এমরান হোসেন চৌধুরী এ রায় প্রদান করেন।


বিজ্ঞাপন


মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০২২ সালের ডিসেম্বর মাসের ০৫ তারিখে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজেল হোসেনের ছেলে সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির মোবাইল ও অ্যাক্সেসরিজের দোকান থেকে বাকিতে মোবাইল ফোন কিনতে যায় অ্যাক্সেসরিজের নিহত জনি দিতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে আসামি অপু জনিকে এলো পাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এরপর থানায় বাদী হয়ে নিহতের বড় ভাই সাব্বির আহমেদ আসামি সজীব আহমেদ অপুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার বিচারিক কার্যক্রম চলমান থেকে আজ এ রায় প্রদান করে আদালত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর