রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে বালু চুরির মামলায় সাহাব উদ্দিন কারাগারে

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম

শেয়ার করুন:

সিলেটে বালু চুরির মামলায় সাহাব উদ্দিন কারাগারে
সাহাব উদ্দিন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আরও দু’টি মামলায় আটক দেখানো হয়েছে। 

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তাকে সিলেটের আদালতে হাজির করা হলে তাকে আরও দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’

মামলা দু’টি কোম্পানীগঞ্জ ভূমি অফিসের দায়ের করা বালু ও পাথর চুরির।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, ভূমি অফিসের দায়ের করা মামলাসহ মোট দু’টি মামলায় সাহাব উদ্দিনকে আটক দেখানো হয়েছে। তাকে আজ আদালতে তোলা হলে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আরও পড়ুন: ‘আমাদের বহুভাবে চোখ রাঙানি দেওয়া হচ্ছে’


বিজ্ঞাপন


প্রসঙ্গত, সাহাব উদ্দিন ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তার সভাপতির পদ স্থগিত করে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর