রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শারদীয় দুর্গোৎসব সামনে রেখে খুলনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম

শেয়ার করুন:

শারদীয় দুর্গোৎসব সামনে রেখে খুলনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর মাত্র কদিন বাকি।

রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের পূজার মূল পর্ব। এ উৎসব ঘিরে খুলনায় চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা সাজানো, রঙ তোলার কাজও শেষ পর্যায়ে। উৎসবকে ঘিরে বাজারগুলোতেও বেড়েছে কেনাকাটার ধুম। এবার খুলনা মহানগর ও জেলার নয়টি উপজেলা মিলে হাজারের কাছাকাছি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


খুলনা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবছর খুলনা মহানগরে ১২০টি এবং জেলায় ৮৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সবমিলে খুলনায় মোট ৯৭৯টি পূজা হবে। গত বছরের তুলনায় এবছর পূজা মন্ডপ বেড়েছে ১০৫টি।

সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের পূজার আনুষ্ঠানিকতা। শেষ হবে দেবি বিসর্জনের মধ্যে দিয়ে। খুলনা মহানগরীর মধ্যে ঐতিহ্যবাহী বাজার কালীবাড়ী মন্দিরে বিশেষ প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি আর্য্য ধর্মসভা মন্দির, শীতলাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দির, দোলখোলা ও দৌলতপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে মণ্ডপগুলো। মহানগরের আটটি থানার মধ্যে সর্বোচ্চ আড়ংঘাটায় ৩২টি এবং সদর থানায় ২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

নগরীর শীতলাবাড়ি মন্দিরের সভাপতি অভিজিৎ কুমার দাস বলেন, প্রতিমা, প্যান্ডেলসহ আনুষাঙ্গিক কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। নির্ধারিত সময়ের আগেই বাকি কাজ শেষ হয়ে যাবে। প্রশাসন থেকেও আমাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাছাড়া যুগ যুগ ধরে শীতলাবাড়ি মন্দিরে পূজা হচ্ছে। এখানকার হিন্দু মুসলিম সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গেই বসবাস করে আসছে।

এদিকে জেলার ৯টি উপজেলার মধ্যে ডুমুরিয়া উপজেলায় সর্বাধিক ২১৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলার সব থেকে বড় বড় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ডুমুরিয়া উপজেলার খরসংগ এলাকায়। এখানে সব থেকে বেশি ২০২টি প্রতিমা নির্মাণের কাজ চলমান।


বিজ্ঞাপন


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, গত বছরের তুলনায় এবার পূজা মন্ডপের সংখ্যা কিছুটা বেড়েছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসন থেকে আমাদের সহযোগিতা করছে। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দও আমাদের খোঁজ খবর রাখছে। আমরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দূর্গা পূজা পালন করতে পারবো বলে প্রত্যাশা।

 

খুলনা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজার প্রতিমা বানানোকালীন এবং চলাকালীন ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি প্রতিটা পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ নির্বিঘ্নে পূজা উৎযাপন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর