নোয়াখালী হাতিয়ায় ১২০ গ্রাম গাঁজাসহ মাকসুদুর রহমান(২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তমরোদ্দি ইউনিয়ন মোতালেব মিয়া ব্রিজ সংলগ্ন থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মাদক কারবারি উজেলার তমরোদ্দি ইউনিয়ন ০২নং গিরিদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার এসআই মিনহাজ ও এসআই প্রতীক পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান দিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ উক্ত মাদক বিক্রেতাকে আটক করে।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
প্রতিনিধি/ এজে

