‘চাঁদামুক্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড’ স্লোগানে জেলার বাস, মাইক্রোবাস, অটো-টেম্পু ওনার্স গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসটার্মিনালে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পীর বাবুল হোসেন, জেলা যুবদলের যুগ্মআহবায়ক সিহাব উদ্দিন আহমেদ সুমন, সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাটুরিয়া উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি হতো যানবাহন থেকে। এখন আমরা আফরোজা খানম রিতার (বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক) নেতৃত্বে বাস, মাইক্রোবাস, অটো-টেম্পু চাঁদা মুক্ত করেছি। এখন মালিকেরা টাকা পায়। মালিক শ্রমিকেরা ভালো আছে।
তারা আরও বলেন, আগামীতেও চাঁদামুক্ত পরিবেশে পরিবহন ব্যবসা পরিচালনা করা এবং যাত্রীদের সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে আমরা কাজ করছি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

