রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী সোনাগাজীতে বাসচাপায় ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই সড়কের গোবিন্দপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত ইশতিয়াক আহমেদ শান্ত ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের কবির আহমেদের ছেলে।

আরও পড়ুন

হবিগঞ্জ ২ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ফেনী-সোনাগাজী সড়ক দিয়ে শান্ত মোটরসাইকেলযোগে একটি জানাজায় যাচ্ছিলেন। এসময় তিনি বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামছুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা শুনেছি। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর