রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকা ও বিদেশি পিস্তলসহ ৩ নারী আটক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকা ও বিদেশি পিস্তলসহ ৩ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।

 রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদালতপাড়া এলাকার ‘বউ সাজ বিউটি পার্লার’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন—নবীনগরের আলমনগর এলাকার সাথী, করিমশাহ এলাকার তাসলিমা আক্তার এবং খাদিজা আক্তার।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবতী রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে নিয়ে আদালতপাড়ার ‘বউ সাজ বিউটি পার্লার’-এ প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি ব্যাগটি পার্লারে রেখে বের হয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘বউ সাজ বিউটি পার্লার’-এ অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিনিধ/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর