রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাভারে রিমন হত্যা: এক বছর পর ৪ আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

সাভারে রিমন হত্যা: এক বছর পর ৪ আসামি গ্রেফতার

সাভারের হেমায়েতপুরে চাঞ্চল্যকর ক্লুলেস রিমন হত্যা মামলার ১ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতার ও হত্যা মামলার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।


বিজ্ঞাপন


আরও পড়ুন

স্ত্রীর গলা কেটে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

পুলিশ জানায়, ভুক্তভোগী রিমন ‘এমই বিডি টেক লিমিটেড’ ফ্যাক্টরিতে নিরাপত্তা কর্মী পদে চাকরি করতেন এবং রাতে ফ্যাক্টারিতেই ঘুমাতেন।

গত বছরের (৩ আগস্ট) রাতে ফ্যাক্টরিতেই ধারালো চাকু দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। সেসময় হত্যাকারীদের কোনো ক্লু পাওয়া যায়নি। রিমনকে হত্যা করার পর তার ব্যবহৃত দু’টি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

thumbnail_1000170629


বিজ্ঞাপন


পরবর্তীতে মামলার তদন্তকা‌রি কর্মকর্তা এসআই চম্পক বডুয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক বছরেরও অধিক সময়ের পর মামলার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার আসামিরা মূলত ওইদিন ফ্যাক্টারিতে চুরি করতে গিয়েছিল। তাদেরকে চুরি করতে দেখে ফেলায় নিরাপত্তা কর্মী রিমনকে হত্যা করে তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর