রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরী ও দুই যুবকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


মৃতদের মধ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬) বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
এছাড়া পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫) মারা যান।

স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল বলেন, নতুন মৃত্যু নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে মোট  ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জনই বরগুনার সরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন। একই সময়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৬৫ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৩ জন, বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, পটুয়াখালী জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ১৪ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৪ জন, বরগুনায় ৬৭ জন এবং ঝালকাঠিতে ১০ জন নতুন ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৭৪ রোগী চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৩ জন। চলতি বছর গোটা বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন, বরগুনায় ১১ এবং পটুয়াখালীতে একজন মৃত্যুবরণকরেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর