রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব হুমায়ুন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

বরগুনায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব হুমায়ুন

বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এ কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হিসেবে রয়েছেন হুমায়ুন হাসান শাহীন এবং প্রথম যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলুল হক মাস্টার। 

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল চার দিকে বিএনপির ভেরিফাই আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এবং দলের ভিত্তি মজবুত করার জন্য এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে বরগুনা জেলা বিএনপি সাংগঠনিকভাবে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার বলেন, এই দায়িত্ব আমাদের জন্য গৌরবের, আবার চ্যালেঞ্জও বটে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করবো এবং জনগণের পাশে থাকব।

সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, আমরা দায়িত্ব পেয়েছি জনগণের অধিকার আদায়ের জন্য। বরগুনায় বিএনপিকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরো সক্রিয় করা হবে।


বিজ্ঞাপন


আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলা বিএনপিকে নতুনভাবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে চাই।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর