রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পাকশিমূল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান উপজেলার বারোপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তিনি উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। সে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে নিহত হাফেজ আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সরাইল উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান শের আলম মিয়ার ঘনিষ্ঠজন ও তার সমর্থক। ৫ আগস্ট পট পরির্বতনের পর সরাইলের ভাটি অঞ্চল হিসেবে পরিচিত অরুয়াইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের একত্রিত করে একাধিক গোপন সভা করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সরাইল থানা পুলিশ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদরাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়েছিলেন হাফেজ আল-আমীন (১৭)। সাবেক গৃহায়ন ও গণপূত মন্ত্রী র.আ.ম মোকতাদির চৌধুরীর নির্দেশে হাফেজ আল-আমীনকে প্রথমে মারধর করেন, পরে গুলি করে হত্যা করা হয়। এই হামলার ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান। এই ঘটনায় গত বছর ১১ নভেম্বর হাফেজ আল-আমীনের বাবা ছফি আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। এই মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


এ ব্যাপারে সরাইল থানার ওসি মোরশেদুল আলম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর