মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক নবজাতকসহ আরও ৪ জন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
বিজ্ঞাপন
নিহত নাসিমা বেগম (৬২) ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে ইজিবাইকযোগে ৭দিনের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় ইজিবাইক পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। মুহূর্তেই ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৬২ বছর বয়সী নাসিমা বেগম। এ সময় আহত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আরও পড়ুন: গাইবান্ধায় গত এক সপ্তাহে মিলেছে ১৫ মরদেহ
নিহত নাসিমা বেগমের জামাতা (বড় মেয়ে জামাই) দুলাল মিয়া বলেন, বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে নেয়া হবে সব ধরনের আইনি ব্যবস্থা।
প্রতিনিধি/ এজে

