রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত মো. শাহজাহান।

মিরসরাইয়ে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলা ইউনিয়নের শাহিয়ানবাড়ির গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে।

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন তিনি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শাহজাহান মারা যায়। পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস এসিস্ট্যান্ট হিসেবে কর্মকর্ত ছিলেন।

নিহতের চাচাতো ভাই সোহরাব হোসেন নয়ন বলেন, গতকাল শুক্রবার ছুটি শেষে আজ শনিবার ভোরে তিনি মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্ন এলাকায় দুর্ঘটনায় মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।


বিজ্ঞাপন


জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহজাহান ঘটনাস্থলে নিহত হন। তার স্বজনদের কাছে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং মোটরসাইকলেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর