রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

মাগুরায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে গাছের ধাক্কা লেগে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে রামনগর হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত মনু মিয়া(২৫) মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে।

নিহত মনুর ভাই আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের রামনগর হাইওয়ে থানার সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের হেলপার মারাত্মকভাবে আহত হন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামনগর হাইওয়ে থানার ওসি আলমগীর কবির জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর