রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে সামাদ হত্যার ঘটনায় দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে সামাদকে হত্যার ঘটনায় দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে শত শত মানুষের সামনে প্রকাশ্যে কলেজছাত্র সামাদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবচর পৌর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ সময় বক্তারা জানান, কলেজ ছাত্র রাকিব মাদবরসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোঘণা দেন তারা।

গত রোববার রাতে শিবচরের চরশ্যামাইল এলাকার বাসিন্দা নাসির মাদবরের ছেলে রাকিব ব্যক্তিগত কাজে শিবচর পৌর এলাকার বাজারে যান। সেখানে তাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় রাকিবকে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় রাকিব। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সোমবার সকালে শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজে বিএ শেষবর্ষের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রাকিবের। রাকিব মাদবর হত্যার ঘটনায় নিহতের চাচি পারুল বেগম বাদী হয়ে শিবচর থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, রাকিব মাদবর হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত ৬ মে চরশ্যামাইল সরদারকান্দি এলাকার কালাম সরদারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার ২১ দিনপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় সে। এই হত্যা মামলার আসামি ছিলেন রাকিব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর