রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য চাইলো বিজিবি

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য চাইলো বিজিবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশের অপচেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে কিছু অসাধু চক্র অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ ধরনের অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করেছে।


বিজ্ঞাপন


গত তিন মাসে বিজিবির হাতে জব্দ হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে - ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি সাবমেশিনগান (এসএমজি), ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন ও ১০০৩ রাউন্ড গুলি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশের যেকোনো তথ্য জানাতে টোল ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগ করা যাবে। জনগণের সহযোগিতা ছাড়া এই অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ সম্ভব নয় বলে জানায় বিজিবি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর