রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগদান করলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী  সম্প্রদায়ের ২৫জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তারা দলটিতে যোগদান করেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

যোগদান ব্যক্তিরা হলেন,  শ্রী সুমন কর্মকর সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতিষ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ প্রমুখ। এরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০২ নং ওয়ার্ডের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে ২০ সনাতন ধর্মালম্বী জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে জামায়াত ইসলামীতে যোগদান করেন।

শ্রী সুমন কর্মকর সাহা ঢাকা মেইলকে বলেন, আমার নেতৃত্বে ১৮ থেকে২০ জন জামায়াতে যোগদান করেছি। তাদের আদর্শিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের পছন্দ হওয়ায় যোগদান করেছি।


বিজ্ঞাপন


এই বিষয়ে জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমান বলেন, বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম চলমান আছে। তার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে বেশ কিছু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জামায়াতে ইসলামীর দাওয়াত প্রদান করা হলে ২৫ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।

তিনি আরও বলেন, জামায়াতের গঠনতন্ত্র মোতাবেক  রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের সাথে একমত হলে যেকোন ধর্মের বর্নের লোক জামায়াতে ইসলামী দলে যোগদান করতে পারবেন।

আগামীতে আমাদের দাওয়াতি কার্যক্রম সর্বত্র ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর