শরীয়তপুরের জাজিরায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা সেই আলোচিত ঘটনায় শেষ পর্যন্ত পদক্ষেপ নিলো পুলিশ প্রশাসন। পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে। ওসি পারভেজ থানার ভেতরে নিজ উদ্যোগে আয়োজন করেন মাসিক ভোজসভা। সেখানে অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকলেও টেবিলের একপাশে বসানো হয় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ও নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার ব্যাপারীকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে।
বিজ্ঞাপন
এরপর রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে নাওডোবার কালু ব্যাপারী কান্দির নিজ বাড়ি থেকে মোক্তার ব্যাপারীকে গ্রেফতার দেখায় পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ—ওসি নিজের দায় এড়াতে এবং সমালোচনা ঠেকাতে তড়িঘড়ি এই গ্রেফতারের নাটক সাজান।
যদিও এ বিষয়ে ওসি পারভেজ দাবি করেছিলেন, মোক্তার ব্যাপারী বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় উপস্থিত ছিলেন এবং পরবর্তী নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু এই ব্যাখ্যায় স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় জাজিরাজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—পুলিশ কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারছে?
প্রতিনিধি/এসএস

