রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা

বাগেরহাট


বিজ্ঞাপন


বাগেরহাটে চার সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বাগেরহাটের ধানসিঁড়ি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভা শেষে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাদের অংশগ্রহণে বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল বাস্তবায়নে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা। 


বিজ্ঞাপন


জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (মঙ্গলবার) বিক্ষোভ মিছিল এবং ১০-১১সেপ্টেম্বর ৪৮ ঘন্টার হরতাল।

প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর