মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর নাট খোলা সেই যুবকের বাড়িতে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর নাট খোলা সেই যুবকের বাড়িতে হামলার অভিযোগ
ছবি: ঢাকা মেইল

পদ্মা সেতুর নাট খুলে ভাইরাল হওয়া টিকটকার বায়েজিদ তালহাকে গ্রেফতারের পর পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে বায়জিদ তালহার পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তেলিখালীস্থ গ্রামের বাড়িতে হামলা চালানো হয়।


বিজ্ঞাপন


বায়েজি‌দের বড় ভাই‌য়ের স্ত্রী মোসা: হা‌দিসা আক্তার জানান, ‌সোমবার বিকাল চারটার দিকে  ১০/১২টি  মোটরসাই‌কেল যো‌গে  ৩০/৪০ জ‌নের এক‌দল দুর্বৃত্ত রামদা ও দেশীয় ধারা‌লো অস্ত্র নি‌য়ে তাদের বাড়িতে হামলা ক‌রে বসতঘর, অসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর ক‌রে। হামলার সময় বায়েজি‌দের বড় ভাই সোহা‌গ মৃধার স্ত্রী হা‌দিসা  ও তাদের তিন বছরের কন্যাশিশু ফাতিমাতুজ্জোহরা বাড়িতে ছিলেন। আকস্মিক এ ঘটনায় তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।

হাদিসা আরও জানান, তার স্বামী মো. সোহাগ মৃধা পটুয়াখালী শহ‌রের ফায়ার সা‌র্ভিস অফিসে কর্মরত থাক‌লেও  তি‌নি বর্তমানে ঢাকায় অবস্থান কর‌ছেন।

পা‌শের বাড়ির জা‌হেদা আক্তার জানান, টিনে পিটানোর শব্দ শু‌নে আমরা দৌ‌ড়ে গিয়ে দে‌খি  অনেকগু‌লো লোক ঘ‌রের টিন ভাঙচুর ক‌রছে। তা‌দের‌কে অপ‌রি‌চিত লেগ‌েছে।

তিনি আরও বলেন, এসময় দুর্বৃত্তরা বায়েজিদের বড় ভাই সোহাগের নতুন মোটরসাই‌কেল‌টিও ভাঙচুর ক‌রে‌ছে। 


বিজ্ঞাপন


ওই ওয়া‌র্ডের নব‌নির্বা‌চিত ইউপি সদস্য মিজানুর রহমান জানান, মোবাইল ফো‌নে ইউনিয়‌নের চেয়ারম‌্যান বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছেন। তারপর তি‌নি চৌ‌কিদার‌কে ওই বাড়ি‌তে পা‌ঠি‌য়ে‌ছেন। ত‌বে স্থানীয়দের সা‌থে আলাপ ক‌রে তিনি জেনেছেন, যারা এ হামলা ও ভাঙচুর ক‌রে‌ছে তা‌রা সবাই অপ‌রি‌চিত।

সোহাগ ফায়ার সা‌র্ভি‌স সি‌ভিল ডি‌ফেন্স পটুয়াখালী‌তে কর্মরত। বায়েজি‌দের আরেক বড় ভাই শিপন মৃধা খুলনায় কা‌স্টম‌সে কর্মরত আছেন।

বায়েজিদ ঢাকা ক‌লে‌জে অনার্স ও ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য় থে‌কে মাস্টার্স পাশ ক‌রেন। বায়েজি‌দের বৃদ্ধ মা-বাবা মো. আলাউদ্দিন মৃধা ও মোসা. পিয়ারা বেগম ঢাকায় থা‌কেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু উৎসুক মানুষ ক্ষিপ্ত হয়ে  বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছে বলে মনে হয়েছে। এতে একটি মোটরসাইকেলের লুকিংগ্লাস ভেঙ্গে গেছে ও মোটরসাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বসত ঘরে ইট পাটকেল নিক্ষেপ করায় কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

এ প্রসঙ্গে জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি হৃদয় আশীষ ব‌লেন, পদ্মা সেতু এক‌টি জাতীয় সম্পদ, যা দে‌শের অর্থনী‌তিতে বি‌শেষ ভূমিকা রাখ‌বে। এই সেতু আপামর মানুষের গর্ব। সেই পদ্মা সেতুর নাটবল্টু খু‌লে তা‌চ্ছি‌ল্যের সাথে ভি‌ডিও বক্তব‌্য সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়িয়েছে। সেজন্য সাধারণ জনগণ প্রতিবাদ করেছেন। এতে রাজনৈতিক দলের কোনও সম্পৃক্ততা নেই।

বায়েজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে এলাকায় না থাকায় দলের সাথে তার কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছে দলের একাধিক নেতা-কর্মী।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর