রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরাল পাগলার ভক্ত রাসেল হত্যা মামলায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

নুরাল পাগলার ভক্ত রাসেল হত্যা মামলায় গ্রেফতার ২

গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদী দাবিকারী নুরাল পাগলের দরবারে সংঘর্ষে নিহত নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা (২৮) হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

গ্রেফতাররা হলেন— গোয়ালন্দ ঘাট থানার পৌর ৯ নম্বর ওয়ার্ডের আলম চৌধুরী পাড়া গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে অভি মন্ডল রঞ্জু (২৯),  মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে মো. আব্দুল লতিফ (৩৫)।

তিনি জানান, নিহত রাসেলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০ থেকে ৪০০০ জনকে আসামি করে সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় হত্যাসহ অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখম এর অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় যারা গ্রেফতার রয়েছে বা যারা গ্রেফতার হবে তদন্তে তাদের যদি হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর