মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলেন বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমাইরা। আর সেই ভিডিওর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর নিজের পরিবারের সদস্যকে ফিরে পেয়েছে এক পরিবার।
সোমবার (৮ সেপ্টেম্বর) বান্দরবান রাজার মাঠে নিখোঁজ আলী মিয়াকে পরিবারের হাতে তুলে দেন কন্টেন্ট ক্রিয়েটর হুমাইরা।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০১৩ সালে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন নরসিংদী জেলার সদর উপজেলার কান্দাইল গ্রামের বাসিন্দা মো. আলী মিয়া। দীর্ঘ খোঁজাখুঁজি সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় আলীকে পাওয়ার আশা ছেড়ে দেয় পরিবার। ছেলের নিখোঁজের শোকে পৃথিবী থেকে বিদায় নেন তার বাবা। তবে গত ৩০ আগস্ট বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। নরসিংদীর স্থানীয়রা সেখানে আলী মিয়াকে চেনেন এবং পরিবারকে খবর দেন। পরে পরিবার নিশ্চিত হয়ে শনাক্ত করেন যে এটিই তাদের হারানো আলী। কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগের পর দীর্ঘ ১২ বছর পর আলীকে খুঁজে পান পরিবার।
পরিবারে আলী মিয়া ছিলেন চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পেশায় তিনি একজন হকার ছিলেন। আলী মিয়াকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। তারা জানান, দীর্ঘদিন ধরে আলী নিখোঁজ ছিল, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। বেঁচে আছে কিনা, মারা গেছে কিনা, সেটাও জানতাম না। কয়েকদিন আগে একটি ভিডিও দেখে তাকে চিনতে পারি। পরে সেই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কথা বলি, তিনি আমাদের আসতে বলেন। তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। ওনার কারণে আমরা আমাদের পরিবারের সদস্যকে ফিরে পেয়েছি।
বিজ্ঞাপন
ফেসবুকের মাধ্যমে হারানো আলী মিয়াকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি কন্টেন্ট ক্রিয়েটর হুমাইরা বলেন, এ মানুষগুলো পথ ভুল করে বা হারিয়ে গিয়ে এখানে চলে এসেছে। তাদের পরিবার আছে, হয়তো খুঁজে পাচ্ছে না। তাই আমি ফেসবুকে পোস্ট করি, যাতে কেউ তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। আলী মিয়ার ক্ষেত্রেও ৩০ তারিখ একটি পোস্ট করেছিলাম, আল্লাহর রহমতে তার পরিবার তাকে খুঁজে পেয়েছে। আজ তাকে তার পরিবারের হাতে তুলে দিয়েছি।
উল্লেখ্য, বান্দরবানে বসবাসকারী ছিন্নমূল দরিদ্র ও অসহায় মানুষদের সহযোগিতা এবং ভারসাম্যহীন মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে বিভিন্ন দুর্গম এলাকায় ছুটে বেড়ান কন্টেন্ট ক্রিয়েটর হুমাইরা।
প্রতিনিধি/টিবি

