রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে ছেলের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবা মতিয়ার রহমানের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদীর কুটিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


নিহত লাবিব খান লাবু বামনডাঙ্গা বন্দরের মতিয়ার রহমান খানের ছেলে। সে স্থানীয় বামনডাঙ্গা আবদুল হক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

নানা বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানায়, আজ বিকেলের দিকে বাবা ও ছেলে দুজনে নদীতে গোসল করতে নামেন। এসময় ছেলে সাঁতার কেটে নদীর অপরপাশে চলে যায়। পরে বাবার কাছে সাঁতরিয়ে ফেরার সময় নদীর মাঝপথে ডুবে যায় ছেলে। এরপর বাবা ও স্থানীয়রা খুঁজতে শুরু করেন। এরই একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করেন। নিখোঁজ হওয়ার প্রায় সাড় ৩ ঘণ্টা পরে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ ভাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন ডুবুরি দল।

এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, নদীর নিচে থাকা বাঁশের খুঁটিতে মরদেহ আটকে ছিল। এ ধরনের ঘটনায় খুব দুঃখজনক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর