রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে পণ্য বিক্রিতে প্রতারণা থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের পুরান বাজারে পণ্য বিক্রিতে প্রতারণাসহ মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


এ সময় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

operation_1

তিনি বলেন, আজ শহরের পুরাণ বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মেসার্স জম জম ট্রেডার্স মালিককে ৩ হাজার টাকা, নষ্ট পঁচা মরিচের সাথে ভালো মরিচ ভাঙিয়ে বিক্রয় করার অপরাধে আব্দুস সত্তার খানকে ১০ হাজার টাকা এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্যান্ডের চালের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করে চাল বাজারজাত করার অপরাধে মেসার্স চাঁদপুর এন্টারপ্রাইজ মালিককে ৩০ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

operation_3


বিজ্ঞাপন


অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি, ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

operation_4

চাঁদপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর