রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফ্যাসিবাদী আমলে বিএনপির সঙ্গে একত্রে আন্দোলন করেছি: জেলা জামায়াত আমির

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

ফ্যাসিবাদী আমলে আমরা একসঙ্গে আন্দোলন করেছি: বিএনপির সম্মেলনে জামায়াত
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দীন প্রধান।

আমরা যখন বিএনপি-জামায়াত একত্রিত ছিলাম, তখন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। একই মঞ্চে থেকে বক্তব্য দিয়েছি। এভাবেই অতীতের আন্দোলনের স্মৃতি তুলে ধরলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দীন প্রধান।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বক্তব্যের শুরুতে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া প্রার্থনা করেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

বেলাল উদ্দীন প্রধান বলেন, বিএনপি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী। বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। বিভিন্ন কর্মসূচি ও সমাবেশে একই মঞ্চ ভাগাভাগি করেছি। আমাদের মধ্যে আন্তরিকতা ও সহমর্মিতা ছিল এবং আছে।

thumbnail_IMG_20250908_150637


বিজ্ঞাপন


তিনি আরও উল্লেখ করেন, গত ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে জামায়াতের আমির অসুস্থ হলে হাসপাতালে সবার আগে দেখতে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুলের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া প্রার্থনা করেন।

সম্মেলনে আরও ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর