রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজ ছেলের সন্ধান চান বাবা-মা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

নিখোঁজ ছেলের সন্ধান চান বাবা-মা

একজন বুদ্ধি প্রতিবন্ধী যুবক সায়েম সাবিত (১৯)। প্রতিবন্ধী হলেও তার দূরন্তপনা অনেকের মনে ঠাঁই করে নিয়েছে। এমন চঞ্চল্যে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসারও কমতি ছিল না। এরই মধ্যে নিখোঁজ হয় এই ছেলেটি। দীর্ঘ একমাস ধরে সায়েম সাবিতের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় আছেন বাবা-মা। ছেলেটির সন্ধান চেয়ে আকুতি জানান তারা।  

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ সায়েম সাবিতের বাবা শরিফুল ইসলাম। তার বাড়ি গাইবান্ধার সদর উপজেলার পৌরসভাধীন ফকিরপাড়া গ্রামে।  


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবন্ধী সায়েম সাবিত মিয়া তার বাড়িতে আশপাশে নিজের খেয়াল খুশিমতো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। তার দূরন্তপনায় সবার হৃদয়ে জায়গা করে নিতো। এছাড়া স্থানীয় সুন্দরজাহান মোড় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে পড়াশুনা করতেন। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট বিকেলের দিকে সায়েম সাবিত বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। 

নিখোঁজ সায়েম সাবিতের গায়ের রং-উজ্জল শ্যামা, মাথার চুল- কালো ও ছোট,  উচ্চতা অনুমান ৫ ফুট ১ ইঞ্চি, স্বাস্থ্য- ভালো, পড়নে কচুপাতা রঙের গ্যাভাডিং প্যান্ট ও কালো চেক শার্ট আছে, মাথায় পেছন পাশে কিছু জায়গায় চুল নাই, মুখে হালকা চাপ দাঁড়ি আছে।

এ তথ্য নিশ্চিত করে নিখোঁজ সায়েম সাবিতের বাবা শরিফুল ইসলাম বলেন, আমার এই ছেলেটি প্রতিবন্ধী হলেও আদর-যত্নের কোনোই কমতি নেই। তাকে পরিবারের সবাই ভালোবাসতেন। এরইমধ্যে ছেলেটি নিখোঁজ হওয়ার পরদিন থানায় একটি জিডি করেছি। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে কিন্তু একমাস পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলেটি খুঁজে দিতে পুলিশ ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা প্রত্যাশা করছি। 

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, সায়েম সাবিত নামের এক ছেলেকে নিখোঁজ দেখিয়ে তার বাবা শরিফুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলেটির খোঁজখবর করা হচ্ছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর