মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি ও ভাউচার প্রদান না করাসহ নানা অনিয়মের কারণে দোকানটির মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঢাকা রোডে মেসার্স অজয় বীজ ভাণ্ডারকে আগে সতর্ক করা সত্ত্বেও আবারও কৃষকের সঙ্গে প্রতারণার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির মালিক বাবুল সরকার বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজের বীজ সংগ্রহ করে টেস্ট রিপোর্ট ও বীজ অফিসের প্রত্যয়ন ছাড়াই ভুয়া তথ্য দিয়ে বাজারজাত করছিলেন। তিনি ৩ হাজার ২৫০ টাকা কেজি দরে বীজ কিনে ৯ হাজার টাকা কেজি দরে বিক্রি করছিলেন। বীজের প্যাকেটের গায়ে ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করছিলেন। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
বিজ্ঞাপন
সজল আহম্মেদ জানান, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে, সে বিষয়ে সতর্ক করা হয়। ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
প্রতিনিধি/এসএস

