পটুয়াখালীর বাউফলে নদীর তীরে ধানখেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়ার চরব্রেড গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে চরব্রেড যাওয়ার পথে আগলার চরের কৃষি জমির ওপর হাত-পা ও মাথাহীন লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন দফাদার। পরে বাউফল থানায় খবর দেওয়া হয়।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি লাশের শুধু দেহ আছে। হাত-পা ও মাথা নেই, আশপাশে খুঁজে দেখা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, নৌ পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করা হচ্ছে। আইনি কার্যক্রম তারাই সম্পন্ন করবেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

