রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক সাজান ইব্রাহিম, সহযোগিতা করে পরিবার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক সাজান ইব্রাহিম, সহযোগিতা করে পরিবার

নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের নিখোঁজ যুবক ইব্রাহিম মোল্যাকে (৩৮) উদ্ধার করেছে পুলিশ। তবে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি সাজানো বলে জানিয়েছেন উদ্ধার ইব্রাহিম মোল্যা নিজেই।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় সদর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।


বিজ্ঞাপন


সাজেদুল ইসলাম জানান, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের আবদুর রহমান মোল্যার ছেলে পেশায় কৃষক ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোররাতে ৩জন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে এ ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডি হয়।

আরও পড়ুন

সুন্দরবনে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ দস্যু আটক

তিনি জানান, সদর থানা ও গোয়েন্দা পুলিশ গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারি কলোনি এলাকায় ইব্রাহিমের ভাইরাভাই ডালিম হোসেনের বাড়ি থেকে উদ্ধার তাকে করেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, জলমহাল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে মিথ্যাভাবে হয়রানি এবং বিভিন্ন লোকজনের কাছে দেনা থাকায় তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে যোগসাজশ করে স্বেচ্ছায় আত্মগোপন করে এ নাটক সাজান। পরবর্তীতে তার স্ত্রী মোসা. ইরানী খাতুনসহ ঘটনায় জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারও স্বীকার করে যে, ঘটনাটি মিথ্যা এবং এটি একটি সাজানো নাটক।

এ ঘটনায় মিথ্যা দোষারোপ এবং পুলিশকে হয়রানি করায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর