পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
শনিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স।
বিজ্ঞাপন
তিনি জানান, মুসলমানদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকে এই বন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করবে না। এছাড়াও বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানির কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আজ শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
প্রতিনিধি/ এজে

