রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ে করতে গিয়ে কবুলের বদলে বর দিলেন জরিমানা ও মুচলেকা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

বিয়ে করতে গিয়ে কবুলের বদলে বর দিলেন জরিমানা ও মুচলেকা

কত স্বপ্ন নিয়ে বর সেজে সাগর সরদার গিয়েছিলেন বিয়ে করতে। পছন্দের কনেকে বিয়ে করে আনবেন বাড়িতে। চারিদিকে আনন্দ উৎসব। কিন্তু ঘটল বিপত্তি। যেখানে কবুল পড়ে বিয়ে করবেন সেখানে দিলেন মুচলেকা, গুনলেন জরিমানা। কারণ মেয়ের বিয়ের বয়স হয়নি। বাল্যবিয়ে আইনত অপরাধ। ঘটনাটি মাদারীপুরের কালকিনিতে।

অর্থদণ্ডপ্রাপ্ত সাগর সরদার কালকিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার খোকন সরদারের ছেলে।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন এই অভিযানের নেতৃত্ব দেন।

thumbnail_Madaripur_05-09-25_(Mobile_Court)_Pic-02

আরও পড়ুন

‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর, আহত শতাধিক

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালকিনিতে ১৪ বছরের এক মাদরাসাছাত্রী কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবরে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়ের বাড়িতে বরযাত্রীসহ আসেন বর সাগর সরদার। হাতেহাতে আটক করা হয় বর ও বরযাত্রীদের। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগরকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় মুচলেকাও গ্রহণ করেন বিচারক।


বিজ্ঞাপন


thumbnail_Madaripur_05-09-25_(Mobile_Court)_Pic-03

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন বলেন, বাল্য বিয়ের ঘটনায় বরের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর