চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের দেখতে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নগরীর পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের শয্যাপাশে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা তাদের শারীরিক খোঁজ-খবর নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
এ সময় চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা বিষয়ক অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম জানান, স্বাস্থ্য উপদেষ্টা আহত শিক্ষার্থীদের দেখতে হসপিটালে এসেছিলেন। এ সময় তাদের চিকিৎসা কার্যক্রম এবং বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের অভিভাবকদের সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা
বিজ্ঞাপন
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ

