রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হাওরে নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখা হবে মাছ ধরা’

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

‘হাওরে নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখা হবে মাছ ধরা’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

সুনামগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরের মাছ রক্ষায় প্রজনন মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ শিকার বন্ধ রাখা হবে এবং সেটা আগামী মৌসুমেই ঘোষণা দেওয়া হবে। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নদীতে যেসব জেলে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন, সেটাও বন্ধ করতে হবে। এমনকি এসব জাল যেখান থেকে আমদানি-রফতানি করা হয়, সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করলে একদিকে হাওরে কিংবা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে এবং মাছের বংশবৃদ্ধি বাড়বে। একইসাথে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয় আশ্রমের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা

তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওর। এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছ রক্ষার জন্য সরকার কাজ করবে। 


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন -  সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর