রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর মুখেও ফ্যাসিবাদের কাছে নতিস্বীকার করেননি’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর মুখেও ফ্যাসিবাদের কাছে নতিস্বীকার করেননি’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খাঁন বলেছেন, বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর মুখেও ফ্যাসিবাদের কাছে নতিস্বীকার করেননি। যখন তিনি চরম অসুস্থ ছিলেন, তখন দেশবাসীকে ডাক দিয়ে বলেছিলেন- আমি যদি বেঁচে নাও থাকি, গণতন্ত্রের আন্দোলন তোমরা চালিয়ে যাবে। তখনই তার সুযোগ্য সন্তান তারেক রহমান এগিয়ে আসলেন। তিনি বিদেশ থেকে বাংলাদেশকে তিলতিল করে প্রস্তুত করলেন। সারাদেশে বিএনপিকে সুসংগঠিত করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে। তারেক রহমান সফল হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজির পাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আযম খাঁন এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আযম খাঁন বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আপসহীন আন্দোলন করেন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে ৯০-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে স্বৈরশাসককে পরাজিত করে তিনি ক্ষমতায় আসেন। জনগণের ভোটে গণতান্ত্রিক নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া।

thumbnail_1000000587

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গ উল্লেখ করে আযম খান বলেন, বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে প্রথমেই আবদ্ধ, শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। চক্রান্তকারীদের হাতে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে শাহাদাত বরণের আগ পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। তিনি দেশকে সমৃদ্ধির দেশে পরিণত করেছেন। নেতৃত্ব দিয়ে চায়না থেকে স্বীকৃতি এনেছেন। বাংলাদেশের সব সেক্টরকে সমৃদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করছেন। রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে থাকেননি। গেঞ্জি গায়ে দিয়ে কৃষকের সঙ্গে থেকেছেন। এজন্য জিয়াউর রহমানকে ইতিহাসে ‘রাখালরাজ’ বলা হয়।

আরও পড়ুন

১৭ বছর যারা গুম-খুন হয়েছে তাদের ত্যাগ অপরিসীম: এ্যানি

বিএনপি নেতা আজম খাঁন বলেন, বিএনপিকে দেখতে চান? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশব্যাপী কাউন্সিলের মাধ্যমে, কীভাবে গণতন্ত্রের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত করেন, আপনারা এসে দেখে যান। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। তারেক রহমানও গণতন্ত্রকে বিশ্বাস করে। আমরা যেভাবে নিজেদের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করছি, তেমনি বাইরেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমাদের এ সংগ্রাম অব্যাহত আছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের (ভিপি) সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, আবুল হাসেম ও মো. লোকমান হোসেনসহ প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর