রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেটিং সাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম ওরফে হ্যাপিকে (২৫) গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার শুভংকর কুমার দাস দামুড়হুদার জয়রামপুর দাসপাড়ার দয়াল দাসের ছেলে এবং হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি একই উপজেলার ডুগডুগি গ্রামের সাহাদৎ ওরফে সাধুর ছেলে।

পুলিশ জানায়, শুভংকর দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে স্থানীয় তরুণদের টার্গেট করতেন। তিনি বিভিন্ন বেটিং অ্যাপ ফোনে ইনস্টল করে তাদের রেজিস্ট্রেশন করিয়ে দিতেন এবং জুয়ায় আসক্ত করতেন। এতে যুবসমাজ আর্থিক ক্ষতির শিকার হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে, এমনকি কেউ কেউ ঋণের চাপে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে।

এরই প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ পরিদর্শক সামসুদ্দোহার নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই সৌমিত্র সাহা, মুহিদ হাসান, এএসআই রজিবুল, রমেন ও আরিফ অংশ নেন। জয়রামপুর দাসপাড়া এলাকা থেকে  অপরাধীদের গ্রেফতার করা হয়। এসময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একাধিক স্মার্টফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোতে 1xBet, Reddz, MelBet, MobCash, Telegram, Binance, bKash, SellFin, Nagad ও Rocket অ্যাপস লগইন অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন

সীমান্তে ৫০ লাখ টাকা মূল্যের ৩ স্বর্ণের বার উদ্ধার

এ বিষয়ে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, বাংলাদেশে প্রচলিত 1xBet, MelBetসহ অধিকাংশ বেটিং সাইট রাশিয়া থেকে নিয়ন্ত্রিত হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠিয়ে ব্যালেন্স যোগ হয়, যা দেশের বাইরে চলে যায়। এরপর বিভিন্ন ধরনের জুয়ার অপশনে খেলোয়াড়রা অংশ নেয়। স্থানীয়ভাবে এসব সাইট নিয়ন্ত্রণে এজেন্ট নিয়োগ করা হয়, যারা টেকনিক্যালি দক্ষদের মাধ্যমে এসব অ্যাপ পরিচালনা করে। যা দেশের মানুষের ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইন জুয়ার বিরুদ্ধে সাজা ও মোটা অঙ্কের জরিমানার বিধান রয়েছে। অনলাইন জুয়ার মাধ্যমে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই সবাইকে এর বিরুদ্ধে সচেতন হতে হবে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে গ্রেফতার দু’জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর