কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের মোবাইল এক্সোসরিজসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লেসহ কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুন: সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
পরে ভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার ৫২৭ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। কাভার্ডভ্যানসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য চার কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
বিজ্ঞাপন
কর্নেল মীর আলী এজাজ আরও বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

