রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা। ছবি: ঢাকা মেইল

আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, এবং নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রাশেদুল আলম খন্দকারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করার প্রতিবাদে জেলার কর্মকর্তা-কর্মচারীরা গণছুটির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে তাঁরা কর্মস্থল ত্যাগ করেন। এতে জেলার ১০ উপজেলাসহ পাশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনে জড়িত থাকায় ২০২৪ সালের অক্টোবর মাসে ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনসহ চারজনকে ১৭ অক্টোবর গ্রেফতার করা হয়। এরপর জেলার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করে এবং প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখেন। তবে পরবর্তীতে গ্রেফতারকৃতরা জামিনে মুক্তি পান।

সম্প্রতি ৩১ আগস্ট থেকে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার নেত্রকোনা সদর দফতরে কর্মরত এজিএম (প্রশাসন) মো. রাশেদুল আলম খন্দকারকে সাময়িক বরখাস্ত করে পরদিন পটুয়াখালী জেলায় বদলির নির্দেশ দেয় আরইবি। বরখাস্তের আদেশ পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরদিন সকালে কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করলে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামানের উপস্থিত হয়ে তাঁদের শান্ত করেন। কিন্তু বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করে বরং আজ বৃহস্পতিবার আরও তিনজন সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) মো. আবু হাসান এবং বিলিং সহকারী জ্যাকুলিন বাশার কে বরখাস্ত করা হয়।

এর প্রতিবাদে দুপুর ২টা থেকে সমিতির অধীনস্থ ৮১০ জন কর্মকর্তা-কর্মচারী গণছুটির ঘোষণা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তাঁরা অভিযোগ কেন্দ্রের মুঠোফোন, গাড়ির চাবিসহ প্রয়োজনীয় উপকরণ মহাব্যবস্থাপকের কাছে বুঝিয়ে দিয়ে চলে যান।


বিজ্ঞাপন


এই গণছুটির ফলে জেলার প্রায় সাড়ে ছয় লাখ গ্রাহক বিদ্যুৎ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সব কক্ষ কর্মচারীশূন্য হয়ে পড়ে। মহাব্যবস্থাপক (জিএম) আকরাম হোসেন বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিজ কক্ষে অবস্থান করে কার্যালয়ে তালা দিয়ে বেরিয়ে যান। কার্যালয়ের প্রধান ফটক ও অভ্যন্তরে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। এর আগে সেনাবাহিনীও সেখানে অবস্থান করেছিল। পরে বিকেল চারটার দিকে তারা সেখান থেকে সরে গিয়ে কার্যালয়ের বাইরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে অবস্থান নেয়।

কয়েকজন কর্মচারী বলেন, “আমরা আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূত কাঠামোর আওতায় সমান সুযোগ-সুবিধা নিয়ে কাজ করতে চাই। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। উদাহরণস্বরূপ, আরইবির কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা বাবদ ভাতা পান ১ হাজার ৫০০ টাকা, অথচ সমিতির কর্মচারীরা পান ১ হাজার টাকা। আরইবির বিদ্যুৎ ভাতা ৪০০ ইউনিট, যেখানে সমিতির কেউ ১৫০, কেউ ২০০, কেউবা সর্বোচ্চ ৩০০ ইউনিট বিদ্যুৎ পান। এ ছাড়া আরও অনেক ক্ষেত্রেই আমাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে।”

তারা আরও জানান, গত ১৭ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের প্রতিবাদে ৩১ আগস্ট থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। আজ কর্মসূচির পঞ্চম দিনে আরও ৯ জনসহ মোট ৩২ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আকরাম হোসেন বলেন, ‘এখন পর্যন্ত জেলাসহ পাশের দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। সদর দপ্তরসহ ১২টি জোনাল ও সাবজোনাল কার্যালয়ে কর্মচারীরা না থাকলেও ২০টি উপকেন্দ্রে লোকবল রয়েছে। তবে আন্দোলন চলমান থাকলে সমস্যার আশঙ্কা রয়েছে। আরইবি যেভাবে সিদ্ধান্ত নেবে, আমরা তা বাস্তবায়ন করব।’

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দ্রুতই একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো যাবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর