রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে সিআইডির ওপর হামলার অভিযোগে তুষার আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

jassor

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার অভিযোগে তুষার নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে ওসির নেতৃত্বে একাধিক টিম মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তুষারকে দুটি মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তুষার একজন চিহ্নিত মাদককারবারি। তাকে আটক করার সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার সহযোগীরা এসে সিআইডি সদস্যদের উপর হামলা চালিয়ে তুষারকে ছিনিয়ে নিয়ে যায়। সিআইডির কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওই আসামিকে অবশেষে কোতোয়ালি থানা পুলিশ ফের আটক করে।

ওসি আবুল হাসনাত আরও জানান, আটক করার পর তার বাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এ বিষয়ে যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের একটি বিশেষ টিম কাজ করছে। পুলিশের পাশাপাশি সিআইডিও ঘটনাটির তদন্তে মাঠে রয়েছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর