রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল দুর্ঘটনা আটকাতে পারেনি প্রেম, হাসপাতালেই বিয়ে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

শেয়ার করুন:

Dhaka mail
হাসপাতালের বেডেই শুভ পরিণয়, ব্যান্ডেজ বেঁধেই বিয়ে করলেন আনন্দ সাহা। ছবি: ঢাকা মেইল

প্রেম আর পারিবারিক সিদ্ধান্তের জয়ে হার মানল দুর্ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই হাসপাতালের বেডে শুয়ে বিয়ে করলেন মানিকগঞ্জের আনন্দ সাহা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এই ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আহত বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায়। কনে অমৃতা সরকারের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামে।

দুই সপ্তাহ আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আনন্দ সাহা। বর্তমানে তাঁর হাত ও পায়ে ব্যান্ডেজ বাঁধা। তবু পেছাতে হয়নি বিয়ের দিন। পঞ্জিকা অনুসারে শুভ লগ্ন আগেই নির্ধারিত ছিল। তাই বর-কনের পরিবার আলোচনা করে হাসপাতালেই বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেয়।

manikganz

পরিবারের সদস্যরা জানান, ধর্মীয় রীতি ও সময় মেনে বিয়ের দিন পরিবর্তন না করে, চিকিৎসকের পরামর্শে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় হাসপাতালেই বিয়েটি সম্পন্ন করা হয়।


বিজ্ঞাপন


আনন্দ সাহা বলেন, ‘কিছুদিন আগে দুর্ঘটনায় আহত হই। এখন আগের তুলনায় অনেকটাই ভালো। আমার বিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।’

কনে অমৃতা সরকার বলেন, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। আমি খুব খুশি। আমার স্বামীর জন্য সবার কাছে দোয়া চাই।’

tss

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিসিন ইউনিটের প্রধান ডা. সিরাজুল ইসলাম জানান, ‘রোগী আনন্দ সাহা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হন। বিয়ের দিন ঘনিয়ে আসায় পরিবারের পক্ষ থেকে হাসপাতালেই বিয়ের আয়োজনের অনুরোধ জানানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে কনসালট্যান্টদের পরামর্শে অনুমতি দেওয়া হয়।’

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর